ঢাকা সোমবার, ২৯ মে ২০২৩ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

কেন্দ্রে নকল সংরক্ষণের দায়ে শিক্ষকের কারাদণ্ড

শিক্ষা

আমাদের বার্তা,  টাঙ্গাইল 

প্রকাশিত: ০০:০০, ২৩ মে ২০২৩

সর্বশেষ

কেন্দ্রে নকল সংরক্ষণের দায়ে শিক্ষকের কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরীক্ষা কেন্দ্রে নকল সংরক্ষণের অপরাধে এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  গত রোববার সকাল ১১টার সময় পৌর সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ওই শিক্ষককে হাতেনাতে নকলসহ আটক করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন উপজেলার হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কুড়ালিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আফিকুর রহমান (৪০)।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল জানান, ভ্রাম্যমাণ আদালতের আইনানুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এরপর তাকে পুলিশের মাধ্যমে দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়