
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পুরান ঢাকায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে এ প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি পুরান ঢাকার জজ কোট, রায়সাহেব বাজার, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, বাহাদুর শাহ পার্ক ও বাংলাবাজার হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী বলেন, ১৭ কোটি বাঙালির আশ্রয়স্থল জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন জাতিসংঘ থেকে "দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ" নামে কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা স্বীকৃতি পায়, তখন বিএনপির গায়ে জ্বালা ধরে যায়। বিএনপির এক কুলাঙ্গার আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়। আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আইন-শৃঙ্খলা বাহিনী যদি অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তাহলে আমরা তুমুল প্রতিরোধ গড়ে তুলবো।