ঢাকা সোমবার, ১২ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কর্মচারীকে চাকরিচ্যুতির হুমকি দিলেন জবি কর্মকর্তা

শিক্ষা

আমাদের বার্তা, জবি 

প্রকাশিত: ০০:০০, ২৪ মে ২০২৩

সর্বশেষ

কর্মচারীকে চাকরিচ্যুতির হুমকি দিলেন জবি কর্মকর্তা

ব্যক্তিগত কাজে না যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী উত্তম বৈরাগীকে গালিগালাজ ও চাকরিচ্যুতির হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি কর্মকর্তা কামাল হোসেন সরকার। এতে ভয়ে দুইদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আসছেন না ওই কর্মচারী।
ভুক্তভোগী কর্মচারী উত্তম বৈরাগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার রাতে কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে আটকান কর্মকর্তা কামাল হোসেন সরকার। এরপর উত্তম বৈরাগীকে ব্যক্তিগত কাজ করার জন্য বলেন। এসময় ওই কর্মচারী জানান, সারাদিন কাজ করায় ক্লান্ত। বাসায় যাচ্ছেন। তাই যেতে পারবেন না।
এটা শুনে রেগে যান কর্মকর্তা কামাল হোসেন। তখন তিনি ১৩ জুনের পর (১৩ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অবসর গ্রহণের দিন) কিভাবে অফিস করি- তা দেখে নেয়ার হুমকি দিয়েছেন ও গালিগালাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন  চতুর্থ শ্রেণির কর্মচারী উত্তম বৈরাগী।
ওই কর্মচারী ফেসবুকে পোস্টে লেখেন, কিছু কিছু ডেপুটি রেজিস্ট্রার কর্মচারীদের মানুষ মনে করেন না। তারা নিজের স্বার্থের জন্য সব করতে পারেন। এই সব ডেপুটি রেজিস্ট্রারদের জন্য বিশ্ববিদ্যালয়ের বদনাম হয়। কিন্তু সব ডেপুটি রেজিস্ট্রার সমান নয়। মাটির মানুষও আছেন। আসলে আমরা ছোট চাকরি করি, তাই আমাদের হাত-পা বাঁধা থাকে কাউকে কিছু বলতে পারি না। কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকলে, আমাকে ক্ষমা করবেন। আমি খুব দুঃখিত।
এ পোস্ট দেয়ার পরদিন কামাল হোসেন, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের (কাজী মনির), হিমাদ্রী শেখর মন্ডল, পুলক ঘোরামীসহ আরো কয়েকজন কর্মচারী উত্তমকে চাকরিচ্যুতির হুমকি দেন। জানতে চাইলে কামাল হোসেন সরকার বলেন, আমি তাকে কাজের বিনিময়ে টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু সে করেনি। আমি তার বস, সিনিয়র। সে এমনভাবে বলে তাই আমার খারাপ লাগে। চাকরিচ্যুতির কোনো হুমকি দেয়া হয়নি।

জনপ্রিয়