
দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার তার প্রথম মেয়াদের শেষ কর্মদিবস ছিলো। এদিনই তাকে আগামী চার বছরের জন্য দ্বিতীয়বারের মতো ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী কাজী শহীদুল্লাহকে দ্বিতীয় মেয়াদে কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়েছে, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতনভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
২০১৯ খ্রিষ্টাব্দের মে মাসে ইউজিসি চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি সে বছরের ২৬ মে কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেছিলেন।