ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত প্রয়াত চিত্রনায়ক ফারুক

বিনোদন

আমাদের বার্তা, ঢাবি

প্রকাশিত: ০০:০০, ১৭ মে ২০২৩

সর্বশেষ

ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত প্রয়াত চিত্রনায়ক ফারুক

সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুককে শ্রদ্ধা নিবেদন করছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চিত্রনায়ক ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। শুরুতে রাষ্ট্রপতির পক্ষের শ্রদ্ধা নিবেদন করেন লে. কর্নেল সৈয়দ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পিএসসি, এরপর প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং সব শেষ স্পীকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ক্যাপ্টেন এম এম নাইম রহমান। আর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক. সাংস্কৃতিক সংগঠন ও সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদন উন্মুক্ত করা হয়। বেলা পৌনে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন চলে। 
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, চিত্রনায়ক ফারুক মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গেছেন। তিনি তার রাজনৈতিক বিশ্বাসে, আচরণে, কর্মকাণ্ডে একচুলও তার আদর্শ থেকে নড়েননি। আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অবিচল, পাহাড়ের মতো অটল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন জাতীয় সংসদে গুলশান আসনে মনোনয়ন দানের মাধ্যমে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি এলাকাবাসীর জন্য কিছু করার সময় পাননি। অনেক দিন তিনি সিঙ্গাপুরের হাসপাতালে কোমায় ছিলেন। কিছুদিন আগে তার গলার স্বর টেলিফোনে শুনতে পেলাম। আমরা ভেবেছি, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু তিনি ফিরে এসেছেন মরদেহ হয়ে। তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশেষ করে আদর্শের প্রশ্নে তিনি সঙ্কটেও দিশেহারা হননি।

জনপ্রিয়