ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দক্ষিণী সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্ত!

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ২১ মে ২০২৩

সর্বশেষ

দক্ষিণী সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্ত!

শিগগিরই দক্ষিণী বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা ছাড়াও ছবিতে থাকবেন বলিউড এবং হলিউডের প্রথম সারির অভিনেতারাও। সেই ছবির পরিচালক আর ডি নাথ। তিনি নায়িকার আগামী ছবি ‘বিউটিফুল লাইফ’-এরও পরিচালক। 

যদিও দক্ষিণী ছবি নিয়ে মুখ খুলতে নারাজ নায়িকা এবং পরিচালক। তারা জানিয়েছেন তাদের ‘বিউটিফুল লাইফের’ আগামী কাজ নিয়ে। আর ডি নাথ নিজে চিত্রশিল্পী এবং ভাস্কর।

বিউটিফুল লাইফ সিনেমায় ডা. শিব শঙ্কর একটু পাগলাটে বিজ্ঞানি। তার মেয়ে বর্ণালি আঁকা আর ভাস্কর্যে মশগুল। ভালবাসে সহকর্মী রাহুলকে। এদিকে রাহুল বিবাহিত। কিন্তু তার স্ত্রী সেরিব্রাল অ্যাট্রোফিতে অসুস্থ। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ শাস্ত্রের পর শিব শঙ্করের গবেষণার বিষয় মিউজিক থেরাপি। তার দাবি, গান নাকি অনেক রোগ সারাতে পারে। এটা প্রমাণিত হলে চিকিৎসাবিদ্যায় আমূল বদল ঘটবে। তিনি এই বিশেষ পদ্ধতিতে রাহুলের স্ত্রীকে অনেকটা সুস্থও করে ফেলেছেন। তখনই অঘটন। অন্য এক চিকিৎসক ইর্ষা থেকে ষড়যন্ত্র করে বিজ্ঞানির বিরুদ্ধে। যার জেরে আত্মহত্যা করতে বাধ্য হন তিনি। বর্ণালি তত দিনে রাহুলকে বিয়ে করেছে, সন্তানসম্ভবাও। এবার সে কী করবে? সেটি সত্যিই ‘বিউটিফুল লাইফ’ যাপন করতে পারবে?

এই প্রশ্ন নিয়েই ২৬ মে বড়পর্দায় আসছে ছবিটি। নিবেদনে ঋতুপর্ণা স্বয়ং। ছবিতে তিনিই ‘বর্ণালি’। বিপরীতে ‘রাহুল’ টোটা রায়চৌধুরী। এছাড়াও, রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, শ্রীলা মজুমদার প্রমুখ।

ইতোমধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত পরিচালকের প্রথম ছবি। ‘বিউটিফুল লাইফ’ নিয়ে আশাবাদী ঋতুপর্ণা, টোটাও।

সূত্র- আজকাল

জনপ্রিয়