ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কাঠ পুড়িয়ে কয়লা তৈরি: পিতার জরিমানা, পুত্রের জেল 

দেশবার্তা

আমাদের বার্তা, সাতক্ষীরা 

প্রকাশিত: ১৭:১৯, ১ মে ২০২৫

সর্বশেষ

কাঠ পুড়িয়ে কয়লা তৈরি: পিতার জরিমানা, পুত্রের জেল 

সাতক্ষীরার কলারোয়া থানার হেলাতলা নামক স্থানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এসময় ৩০ লাখ টাকার কাঠ জব্দ, তিনলাখ টাকা জরিমানা ও একজনকে তিন মাসের জেল দিয়েছেন আদালত। 

বুধবার (৩০ এপ্রিল)  সন্ধ্যার দিকের এই অভিযানে অংশগ্রহণ করেন বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোস।

এসময় পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৯ ধারা আইনের ১৫ এর ১০ নং ক্রমিক মোতাবেক- কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতকারী মো. আবুল বাশারকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাত হাজার ৫০০ মণ কাঠ জব্দ করা হয়, যার সিজার মূল্য ত্রিশ লাখ টাকা।

এছাড়াও পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে মো. আবুল বাশারের ছেলে মো. সজিব আহমেদকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযুক্তদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি গ্রামে। 

এই বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, কলারোয়া থানাধীন হেলাতলা নামক স্থানে পরিবেশ দূষণ করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।  

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের সঙ্গে তিনজন, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের সঙ্গে ১৫ জন বিজিবি সদস্য, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামের সাথে তিনজন, ফায়ার সার্ভিসের ছয়জন এবং ছয়জন আনসার সদস্য উপস্থিত ছিলেন।

জনপ্রিয়