ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সোনালী ব্যাংকের ডিএমডি হলেন আবু সাঈদ

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৭:৩৫, ৩০ এপ্রিল ২০২৪

সর্বশেষ

সোনালী ব্যাংকের ডিএমডি হলেন আবু সাঈদ

সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মো. আবু সাঈদ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। ৯ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। ২৪ এপ্রিল অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সোনালী ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়। যোগদানের আগে তিনি সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস, জামালপুরে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মো. আবু সাঈদ ২০০৪ খ্রিষ্টাব্দে সিনিয়র প্রোগ্রামার (এসপিও) হিসেবে সোনালী ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন, স্থানীয় কার্যালয়, বিভিন্ন জেনারেল ম্যানেজার’স অফিস প্রধান ও প্রিন্সিপাল অফিস প্রধান হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

জনপ্রিয়