ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নেইমারের জন্য ৬০ মিলিয়নের প্রস্তাব দেবে চেলসি

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ১৬ মে ২০২৩

সর্বশেষ

নেইমারের জন্য ৬০ মিলিয়নের প্রস্তাব দেবে চেলসি

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না লিওনেল মেসি। জুনে ফ্রি এজেন্টে ক্লাব ছাড়তে পারেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন। তার সঙ্গে পার্ক দেস প্রিন্সেস ছাড়তে পারেন নেইমার জুনিয়রও। পিএসজিও তাকে যথাযথ মূল্য পেলে ছেড়ে দিতে পারে বলেও খবর। 

এবার সংবাদ মাধ্যম এল ন্যাশিওনাল জানালো যে, গ্রীষ্মে নেইমারকে কেনার জন্য ৬০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে পারে চেলসি। ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কেনা নেইমারকে ওই মূল্যে প্যারিসের দলটি ছাড়বে কিনা সেটা বড় প্রশ্ন। 

আরেকটি প্রশ্ন হলো, কাতারি মালিকানাধীন পিএসজি ওই অর্থে ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে রাজি হলেও নেইমার চেলসিতে খেলতে রাজি হবেন কিনা! কারণ চলতি মৌসুমে ব্লুজরা পয়েন্ট টেবিলে ১১ নম্বরে আছে। অর্থাৎ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না পিএসজির। 

সেজন্য প্রস্তাব পেলেও প্রত্যাখান করতে পারেন সান্তোস, বার্সেলোনা হয়ে প্যারিসে যোগ দেওয়া নেইমার। এর আগে শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হলে নিউক্যাসল ইউনাইটেড নেইমারকে কেনার জন্য মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিতে পারে।

জনপ্রিয়