ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ইসরাইল

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২২ মে ২০২৪

সর্বশেষ

আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ইসরাইল

আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইসরাইল। মূলত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়ায় দেশ দুটিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের প্রত্যাহার করলো ইসরাইল। খবর বিবিসির।

ইসরাইল সরকার জানায়, তারা জরুরি পরামর্শের জন্য আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিচ্ছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছে, ‘আমি আয়ারল্যান্ড ও নরওয়কে স্পষ্ট বার্তা দিতে চাই, যারা তাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এবং এর নিরাপত্তাকে বিপন্ন করে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসরাইল পিছপা হবে না।’

তিনি আরও বলেন, ‘ইসরাইল এ বিষয়ে নীরবতা অবলম্বন করবে না। তাদের পরিণতি হতে পারে গুরুতর। স্পেন যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে তার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেয়া হবে।’

বুধবার (২২ মে) আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও পরে আয়ার‌ল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছে, আগামী ২৮ মে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
 
এছাড়া একই দিন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে নরওয়ে ও স্পেন। বুধবার পৃথক বিবৃতিতে দেশ দুটির প্রধানমন্ত্রী এ তথ্য জানায়।

জনপ্রিয়