ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইসরায়েলের কাছে মানবতার মূল্য নেই

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১০:১৮, ২১ মার্চ ২০২৫

সর্বশেষ

ইসরায়েলের কাছে মানবতার মূল্য নেই

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় এক রাতেই নারী, শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। নারকীয় এ হত্যাকাণ্ডকে ‘ঠান্ডা মাথায় খুন’ বলে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা বলেন, ইসরায়েলি সরকার ১৩০ শিশুসহ ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড প্রমাণ করে, মানবতা তাদের কাছে কোনো মূল্য নেই। 

বুধবার (১৯ মার্চ) কংগ্রেসের এই সংসদ সদস্য এ কথা বলেন। তারা (ইসরায়েল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদের ‘কাপুরুষ’ হিসেবে প্রকাশ করে। ফিলিস্তিনিরা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে, তবুও তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা আরো বলেন, পশ্চিমা দেশগুলো এটি স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশের বিষয়টি বিশ্বের সব নাগরিক যাদের বিবেক আছে, তারা তা দেখতে পাবে। ইসরায়েলি সরকার যত বেশি অপরাধমূলক আচরণ করে, তত বেশি তারা নিজেদের প্রকৃত কাপুরুষ হিসেবে প্রকাশ করে।

সূত্র: দ্য হিন্দু।

জনপ্রিয়