ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্কুল ব্যাগে ফেনসিডিল পাচার, দুই কারবারি আটক

দেশবার্তা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ১ অক্টোবর ২০২৩

আপডেট: ১৭:৫৯, ১ অক্টোবর ২০২৩

সর্বশেষ

স্কুল ব্যাগে ফেনসিডিল পাচার, দুই কারবারি আটক

ছবি: সংগৃহীত

স্কুল ব্যাগে করে পাচারের সময় ৪০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছেন দুই কারবারি। রোববার (১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমরআলী রাস্তার মুখে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া এলাকার মৃত মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন সাদ্দাম (৩২) ও একই উপজেলার দক্ষিণ মটুয়া গ্রামের মমতাজুল হকের ছেলে আব্দুল আহাদ রিয়াজ (২৫)।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থেকে চট্টগ্রামগামী একটি বাসে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় সাদ্দামের সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়