ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

দেশবার্তা

আমাদের বার্তা, বগুড়া

প্রকাশিত: ১১:৩৩, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ১২:৩৭, ১৯ মার্চ ২০২৫

সর্বশেষ

বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বগুড়ার সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। মটরস ইউনিক ইউনিয়নের দুই নেতাকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রেখেছে সংগঠনটি।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং ইউনিয়নের সদস্য হযরত আলী ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

এ ঘটনায় বগুড়া থেকে বাস, সিএনজিসহ মোটরস শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণাধিন সব গণপরিবহন বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

বিষয়টি নিশ্চিত করেছেন মোটরস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইদ্রিস আলী। তিনি বলেন, গতকালের ঘটনায় সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়া হচ্ছে না। বিভিন্ন জেলার গাড়ি বগুড়া দিয়ে পারাপার হচ্ছে। তবে বগুড়া থেকে কোনো গাড়ি ছাড়ছে না। 

তিনি বলেন, আমরা এখন মোটরস শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বৈঠকে বসবো। যদি এ বিষয়ে কোনো সমাধান না হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

এর আগে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটরস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং ইউনিয়নের সদস্য হযরত আলী ধারালো অস্ত্রীর আঘাতে আহত হন।

জনপ্রিয়