ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ

দেশবার্তা

আমাদের বার্তা, কুমিল্লা

প্রকাশিত: ১৯:১৩, ২০ মার্চ ২০২৫

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ

কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে মহাসড়কের পাশের কাঁচাবাজার, চায়ের দোকান, খাবারের দোকান, হোটেল, বেকারি, ফলের দোকানসহ শতাধিক স্থাপনা এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদের নেতৃত্বে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ, সওজ বিভাগসহ অন্যান্য দপ্তরের লোকজন সহায়তা করেন।

স্থানীয় লোকজন জানান, বিগত সময়ে প্রভাব খাটিয়ে সুয়াগাজী বাজারে সওজের জায়গা দখল করে শতাধিক দোকান নির্মাণ করেন প্রভাবশালীরা। এসব দোকানপ্রতি ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জামানত নিয়ে মাসিক ২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছিল। বছরের পর বছর ধরে এ অবস্থা চললেও বড় কোনো অভিযান পরিচালনা করা হয়নি। আবার মাঝেমধ্যে দেখা গেছে, উচ্ছেদ হলেও কয়েক দিন পর আবারও দখল হয়ে গেছে।

সওজ কুমিল্লা কার্যালয় সূত্র জানায়, সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটি ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঈদ সামনে রেখে জনভোগান্তি নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন, সওজের অধিগ্রহণ করা এসব সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছিল। দখলদারদের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হলেও দখলকারীরা সরিয়ে নেননি। তাই অভিযান চালিয়ে এসব অবৈধ দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই জায়গাগুলোতে কোনোভাবেই যেন আর অবৈধ দোকানপাট বসতে না পারে, এ জন্য পরবর্তী সময়েও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সওজ কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ আমাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। জনগণ যাতে স্বস্তিতে চলাচল করতে পারে এবং সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। মহাসড়কের অন্যান্য স্থানেও অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

জনপ্রিয়