ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কলমাকান্দা সীমান্তে সরকারি চাল জব্দ: চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন 

দেশবার্তা

আমাদের বার্তা, নেত্রকোনা

প্রকাশিত: ২০:৪৮, ২৫ মার্চ ২০২৫

আপডেট: ২০:৪৮, ২৫ মার্চ ২০২৫

সর্বশেষ

কলমাকান্দা সীমান্তে সরকারি চাল জব্দ: চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন 

কলমাকান্দা সীমান্তে সরকারি চাল জব্দ: চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন 

নেত্রকোনা সীমান্তে কলমাকান্দায় অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল পাচারের সময় ১০ বস্তা চাল জব্দ করে পুলিশ।  এ ঘটনায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নাজিরপুর বাজারে পাঁচ শতাধিক মানুষ অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণ ও আটকের দাবি জানিয়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কলমাকান্দা সীমান্তে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ করা ১০ কেজি করে চাল ঈদ উপহার হিসেবে দেওয়া হয়েছে। তবে অভিযোগ রয়েছে, অনেক পরিবার তাদের প্রাপ্য চাল পাননি। চেয়ারম্যান আব্দুল আলী ও তার নিজস্ব লোকজনের মাধ্যমে সরকারি চাল পাচারের চেষ্টা করেছেন। এর চূড়ান্ত বিচার হওয়া উচিত।  এ সময় তারা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। এর আগে সোমবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম নাজিরপুর এলাকায় পুলিশের তল্লাশিতে অটোগাড়িতে পাচারের সময় ১০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

জানতে চাইলে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পুলিশ বিশেষ অভিযানে সরকারি ১০ বস্তা চাল জব্দ করেছে। এ জন্য অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে, এ ঘটনার পর চেয়ারম্যান আব্দুল আলী ও তার লোকজন পলাতক রয়েছেন বলে জানা গেছে। সে কারণে তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়