
বরিশালে বিসিকের প্যাকেজিং গুদামে আগুন
বরিশালের বিসিক এলাকায় প্যাকেজিংয়ের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
মঙ্গলবার (২৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের কাউনিয়ার এলাকার একটি ‘প্যাকেজিং মেটেরিয়াল’-এর গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে গুদামটি চারদিক থেকে আটকানো ও মালামালে পরিপূর্ণ থাকায় আগুন নেভাতে শুরুতে কিছুটা বেগ পেতে হয়। পরে ধোঁয়ার কারণেও কিছুটা বেগ পেতে হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া তাৎক্ষণিক বলা সম্ভব নয়।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই তারা গুদামে আগুন দেখে ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। অপরদিকে, গুদামটির মালিক বাবুল জানিয়েছেন, গুদামে প্যাকেজিং মেটেরিয়ালসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল।