
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শিল্পী আক্তারকে আহ্বায়ক ও ইতি সিকদারকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি'র স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট নাজিরপুর উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারমিন আক্তার, যুগ্ম আহ্বায়ক মমতা জামান মিমি, যুথী ইসলাম, খাদিজা, তানিয়া আক্তার, শেফালী বেগম এবং ২৩ জনকে সদস্য করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্য সচিব ইতি সিকদার বলেন, আমরা বিগত দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। জেল খেটেছি, হামলা-মামলার শিকার হয়েছি। বর্তমানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। উপজেলা মহিলা দলকে আরো বেশি সংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করে যাবো।