
ঘাটাইলে স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপিত
টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ভোরে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসটি শুরু করা হয়।
এরপর উপজলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদের নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
পরে ঘাটাইল সরকারি জিবিজি কলেজ মাঠে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঘাটাইল থানা পুলিশ, বিএনসিসি ও স্কাউটের সদস্যরা অংশ নেন। পরে উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়।