
আড়াই মাসেও উদঘাটিত হয়নি শিক্ষক দিলীপ রায় হত্যার রহস্য
আড়াই মাস পার হয়ে গেলেও উদঘাটিত হয়নি নেত্রকোনার শিক্ষক হত্যার রহস্য। সে সময় নিজের ঘরে হত্যার শিকার হন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দিলীপ কুমার রায়।
পুলিশ এখনো এ হত্যার রহস্য উদঘাটনে সক্ষম হয়নি বলে মামলার বাদী, নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
নিহত দিলীপ কুমার সাহা রায় নেত্রকোনা আবু আব্বাছ কলেজের কৃষিশিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তার জন্মস্থান কুমিল্লার মাইজার এলাকায়। তিনি নেত্রকোনা শহরের বড় বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। এক ছেলে ও মেয়ে ঢাকায় বসবাস করেন। ঘটনার কয়েক দিন আগে ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন শিক্ষক দিলীপ রায়ের স্ত্রী বিভা সাহা। দিলীপ রায় বাসায় তখন একাই ছিলেন। ১০ জানুয়ারি সকালে বিভা সাহা ঢাকা থেকে বাসায় এসে ঘরের দরজায় তালাবদ্ধ পান। এসময় তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে দিলীপ রায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
এরপর নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার বাদী নিহতের স্ত্রী বিভা সাহা বলেন, আমার স্বামীকে বসতঘরে কে বা কারা খুন করেছে, তা আড়াই মাস পার হয়ে গেলেও পুলিশ এখনো তা বের করতে পারেনি। আমি স্বামী হারিয়ে বিধবা হয়েছি। আমি আমার স্বামীর খুনের শাস্তি দাবি করছি।
জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, কলেজ শিক্ষক খুনের ঘটনা তদন্ত করে রহস্য উদঘাটনে থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) দল একসঙ্গে কাজ করছে। আশা করি, ঘটনায় জড়িতদের শিগগির শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে।