
ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকের চাপায় ৪ মাস বয়সী শিশুসহ এক গৃহবধূ নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৩৮) ও একই গ্রামের নুরুউদ্দীনের ৪ মাস বয়সী ছেলে আয়ান।
আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের বোয়ালমারী-মহম্মদপুর সড়কের সাহেব আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
সরেজমিন জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের বোয়ালমারী-মহম্মদপুর সড়কে পাশে সাহেব আলীর বাড়ির সামনে বসে থাকা পারভীন বেগম ও জিলু বেগমকে (৫০) বোয়ালমারীগামী একটি ইজিবাইক চাপা দিয়ে সাবেহ আলীর বাড়ির পাশে বাঁশবাগানে উল্টে যায়। এ সময় ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রী, দুই মেয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে তাদের প্রথমে বোয়ালমারী পরে ফরিদপুর মেডিক্যালে এবং জিলু বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ময়না ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর শাহিদ বেগম জানিয়েছেন, রাস্তার পাশে আমিনুর তার বাঁশবাগান থেকে বাঁশ ও কঞ্চি কাটছিলেন। এ সময় রাস্তার পাশে তার স্ত্রী পারভীন ও আবজালের স্ত্রী জিলু বেগম তার নাতি আয়ানকে নিয়ে বসেছিলেন। মহম্মদপুর থেকে বোয়ালমারীগামী একটি ইজিবাইক তাদের চাপা দিয়ে উল্টে যায়।
ইজিবাইকচালক মাগুরার ওয়াপদা এলাকার বাসিন্দা। নিহত আয়ান ও পারভীনের এশার নামাজবাদ জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের দাফন সম্পন্ন করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, ইজিবাইক চাপায় দু’জন নিহত হয়েছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেুকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।