ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সুরমা নদী থেকে কোটি টাকার গরুর চালান আটক 

দেশবার্তা

আমাদের বার্তা, সুনামগঞ্জ

প্রকাশিত: ২০:৩৫, ১ মে ২০২৫

সর্বশেষ

সুরমা নদী থেকে কোটি টাকার গরুর চালান আটক 

সুরমা নদী দিয়ে চোরাচালানের সময় নৌকাভর্তি ভারতীয় গরুর চালান আটক করেছে বিজিবি। এসব গরুর বাজারমূল্য ৮০ রাখ থেকে এক কোটি টাকা। 

বৃহস্পতিবার (১ মে) বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বুধবার সন্ধ্যায় ভারত থেকে চোরাকারবারিরা গরু এনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার সীমান্ত অবৈধভাবে নামায়। এরপর সেখান থেকে গুরুগুলো ইঞ্জিনচালিত নৌকাযোগে জয়নগর বাজারে নিয়ে যাচ্ছিলো। সুরমা নদী দিয়ে গরু পাচারের সময় সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুর নিচে নৌকাটি আটকায় বিজিবি। 

তিনি আরো বলেন, ‘আমরা এই চালানটি আটক করে নিয়মিত মামলা দিয়ে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছি।’ 

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল জানান, বিষয়টি জানার পর মোবাইল কোর্ট পরিচালনা করে সবগুলো গরু জব্দ করা হয়েছে।

জনপ্রিয়