ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সেই কনস্টেবলের বিষয়টি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে

দেশবার্তা

আমাদের বার্তা, রাজশাহী 

প্রকাশিত: ১৮:৫৩, ১ মে ২০২৫

সর্বশেষ

সেই কনস্টেবলের বিষয়টি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে

রাজশাহীর তালাইমারির বাদুরতলা এলাকায় একজন নারীর ঘরে একজন পুলিশ কনস্টেবলকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওই কনস্টেবল ও নারীকে থানায় নিয়ে আসে। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা হেফাজতে ছিলেন। যদিও তাকে আটক দেখানো হয়নি, তবে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। 

সেই কনস্টেবলের নাম টি এম নাসির উদ্দিন। তিনি রাজশাহী রেঞ্জের বেইজড ওয়্যারলেস অপারেটর পদে কর্মরত। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। সেখানে তার স্ত্রী ও সন্তান আছেন। 

অন্যদিকে, যেনারীর ঘরে তাকে পাওয়া গেছে, তিনি তার আগের স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন। 

ঘটনার বিষয়ে কনস্টেবল নাসির জানান, কালেমা পড়ে তিনি ওই নারীকে বিয়ে করেছেন এবং তার পূর্ববর্তী স্ত্রীও এই বিষয়ে অবগত। তবে তাদের বিয়ের কোনো লিখিত রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি। এখন আইন অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করতে চান। তার দাবি, ‘এটি ব্যক্তিগত ও বৈবাহিক সম্পর্ক, কোনো অনৈতিক সম্পর্ক নয়।’

এই বিষয়ে মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, ‘ওই নারী তার মায়ের বাড়িতে থাকতেন। রাতের বেলায় সেখানে কনস্টেবল নাসির যান। তখন স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের একত্রে পেয়ে বিষয়টি আমাদের জানান। পরে আমরা গিয়ে উভয়কে থানায় নিয়ে আসি।’

ওসি আরও বলেন, ‘নাসির দাবি করেছেন- তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু রেজিস্ট্রি হয়নি। বিষয়টি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিবেচনা করা হবে।’ 

রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, ‘আমি ঘটনাটি আগে জানতাম না। তবে এরকম কোনো ঘটনা ঘটলে, অবশ্যই বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয়