
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন কর্মসূচি পালন করে।
বুধবার (১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সিও অফিস মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যূনতম মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকের ঘামেই গড়ে ওঠে দেশের শিল্প ও উন্নয়ন, তাই তাদের যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
এদিকে মে দিবস উপলক্ষে শহরের টাউন ক্লাব মাঠে জেলা শ্রমিক দলের আয়োজনে ও শহীদ মিনার চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সকল আয়োজনে শ্রমজীবী মানুষ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।