ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

পাঠ্যবইয়ে উসকানি-ইতিহাস বিকৃতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় ইসলামী আন্দোলন

শিক্ষা

প্রকাশিত: ১২:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় ইসলামী আন্দোলন

পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক উসকানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্ম বিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পদত্যাগ দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে পাঠ্যবই পরিবর্তনের দাবি জানিয়েছে দলটি। 

শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানান দলের জেলা শাখার নেতাকর্মীরা। এর আগে বইয়ে উসকানি-ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা।

দুপুরে ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদ থেকে জনতার মোড় হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির জেলা কমিটির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মো. জাহিদ হাসান, প্রচার সম্পাদক ইয়াকুব, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান নাজির, ইসলামী যুব আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসাইনসহ দলের জেলা শাখার অন্যান্য নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, নেতা নয় নীতির দরকার, তাই বর্তমান শিক্ষামন্ত্রীর দ্রুত পদত্যাগ দাবি করেন তারা। এছাড়া পাঠ্যপুস্তকে পরিবর্তন না আনলে সামনে আরও কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারি দেন।
 

জনপ্রিয়