ঢাকা মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দাবি না মানলে মহাসমাবেশ

টাইমস্কেল জটিলতার সমাধান চান জাতীয়কৃত শিক্ষকরা

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

টাইমস্কেল জটিলতার সমাধান  চান জাতীয়কৃত শিক্ষকরা

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা টাইমস্কেল জটিলতা সমাধানের জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাদের টাইমস্কেলের টাকা ফেরতের নির্দেশনা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা চিঠি বাতিল চেয়েছেন। এ ছাড়া বেসরকারি আমলের ৫০ শতাংশ চাকরিকাল গণনা করে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি ও সরকারিকরণের প্রক্রিয়া থেকে বাদপড়া প্রধান শিক্ষকদের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। 

এসব দাবি আদায়ে আগামী ১৯ মার্চ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। তার আগে ১৯ ফেব্রুয়ারি দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন।

গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষক সমিতি নামের একটি সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ২০১৩ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে জাতীয় প্যারেড স্কয়ারে শিক্ষক মহাসমাবেশে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত এক লাখের বেশি শিক্ষকের চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ওই ঘোষণা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিপত্র প্রকাশ করা হয়। ওই পরিপত্রের আলোকে জাতীয়করণ হওয়া শিক্ষকরা আর্থিক সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু বিধিমালার ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় অর্থ মন্ত্রণালয় ২০২০ খ্রিষ্টাব্দের ১২ আগস্ট শিক্ষকদের ভোগকৃত টাইমস্কেল ফেরত দেয়ার জন্য এক পত্র জারি করে। ফলে ৪৮ হাজার ৭২০ জন শিক্ষক আর্থিক ক্ষতির মুখে পড়েন। এর মধ্যে অনেক শিক্ষক অবসরেও চলে গেছেন।

জনপ্রিয়