ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর বাড়িতে আ*গুন দিল দু*র্বৃত্তরা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২১, ১৯ মার্চ ২০২৫

সর্বশেষ

কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর বাড়িতে আ*গুন দিল দু*র্বৃত্তরা

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের চাঁদপুর মতলব উত্তরের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মুহূর্তেই কয়েকটি ঘর আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

মঙ্গলবার রাত ১১টার দিকে  উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নুরুল কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে একটি দল। তবে বাসার ভেতরে ততক্ষণে আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়।’

স্থানীয়রা জানান, তারাবি নামাজের পর ওই বাড়ির আশেপাশে অপরিচিতি কয়েকজন লোককে দেখা যায়। তারা দামি গাড়িসহ চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে এসেছিল। তার কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগে।

আগুনের খবর ছড়িয়ে পড়লে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবি করেন তারা।

জোবাইদা ইসলাম জেরিন বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের লোকজনই আমার বাড়িতে আগুন দিয়েছে।’

জনপ্রিয়