ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রক্তের বন্ধন ছাড়া কেউ প্রবাসীদের ‘প্রক্সি ভোটার’ হতে পারবেন না

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ১৯ মার্চ ২০২৫

সর্বশেষ

রক্তের বন্ধন ছাড়া কেউ প্রবাসীদের ‘প্রক্সি ভোটার’ হতে পারবেন না

নিকটাত্মীয় ও রক্তের বন্ধন ছাড়া কেউ প্রবাসীদের প্রক্সি ভোটার হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসি জানায়, যিনি প্রক্সি ভোট দেবেন, তিনি নিজের ভোটও দিতে পারবেন। প্রবাসীরা বিদেশে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নিজের পক্ষে একজনকে (নিজ নির্বাচনী এলাকার) প্রক্সি ভোটার হিসেবে নির্ধারণ করে দিতে পারবেন।

নির্বাচন কমিশন জানয়েছে, বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে আছেন এক কোটি ৩৬ লাখের মতো বাংলাদেশি ভোটার। এই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন। বাংলাদেশের ভোটারদের জন্য যা একেবারে নতুন। তবে এ পদ্ধতিতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা নিয়ে সংশয়ে প্রবাসীরা। একই মত সংশ্লিষ্টদেরও।

ইসি জানায়, সংশয় দূর করার জন্য নানা উদ্যোগ নিয়েছে ইসি। নিকট আত্মীয় ও রক্তের বন্ধন যাদের সঙ্গে আছেন তারাই প্রক্সি ভোটার হতে পারবেন। প্রক্সি ভোট পদ্ধতি চালুর জন্য প্রথমে একটি অ্যাপ ডেভেলপ করা হবে।

যদিও অ্যাপ তৈরির কাজ এখনো শুরু হয়নি। যিনি প্রক্সি ভোট দেবেন, তিনি নিজের ভোটও দিতে পারবেন। প্রক্সি মূলত এক প্রকার পাওয়ার অব অ্যাটর্নি। প্রবাসীরা বিদেশে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নিজের পক্ষে একজনকে (নিজ নির্বাচনী এলাকার) প্রক্সি ভোটার হিসেবে নির্ধারণ করে দিতে পারবেন। 

জনপ্রিয়