ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ১৯ মার্চ ২০২৫

সর্বশেষ

দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে, বসতে পারবে। এমন পরিবেশ তৈরি করতে হবে।

সেই পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন। কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে উঠে।’

বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।

সাবেক উপদেষ্টা নাহিদ বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা নানান যায়গায় এখনও রয়ে গেছে। সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে, তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ। রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টি ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ সবাইকে ধন্যবাদ জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পাশে থাকার জন্য।

তিনি বলেন, ‘ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে। ইনক্লুসিভ নির্বাচনের জন্য বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের মানুষ রয়েছে। সেখানে অন্য কারোর প্রয়োজন নেই। মুজিবাদের অবস্থান বাংলাদেশে হবে না, বিচার চলছে, তার আগে তো নাই। আগামীর নির্বাচন ও রাজনীতিতে মুজিববাদের (আওয়ামী লীগের) স্থান হবে না। এ জন্য রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন।’

জনপ্রিয়