ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৪৯, ২০ মার্চ ২০২৫

সর্বশেষ

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) বিশেষ বাস সার্ভিস চালু করছে। বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত বিআরটিসির বিভিন্ন বাস ডিপো থেকে ঈদ যাত্রা ও ফিরতি যাত্রার অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। ২৫ মার্চ থেকে ঈদ যাত্রা শুরু করবে বিআরটিসি। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অগ্রিম টিকিট বিক্রি ও বাস সংখ্যা:

বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুপম সাহা জানান, ঈদের সময় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ১ হাজার ২৪৫টি বাস প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে ৭৭৫টি বাস এবং ঢাকার বাইরে ৪৭০টি বাস চলবে।

বিআরটিসির অপারেশন বিভাগ জানিয়েছে, ২০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বাস ডিপো থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জের চাষাড়া বাস ডিপোতে এই টিকিট পাওয়া যাবে।

ডিপো ও রুট তালিকা:

প্রত্যেকটি ডিপো থেকে নির্দিষ্ট কিছু রুটের জন্য বাস ছাড়বে। প্রধান কিছু ডিপোর রুট তালিকা হলো–

মতিঝিল: রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট।

কল্যাণপুর: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল।

গাবতলী: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া।

জোয়ারসাহারা: রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল।

মিরপুর: রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ।

মোহাম্মদপুর: রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ।

গাজীপুর: ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম।

যাত্রাবাড়ী: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল।

নারায়ণগঞ্জ: রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোনা।

বাস রিজার্ভ ও যোগাযোগ:

যাত্রীরা বাস রিজার্ভ করতে চাইলে সংশ্লিষ্ট ডিপোর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সার্বিক তথ্য ও সহযোগিতার জন্য বিআরটিসি কন্ট্রোল রুমের নম্বর ০২৪১০৫৩০৪২ এ যোগাযোগ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জনপ্রিয়