ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নি*ষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে গ্রেফতার ৮

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৪৯, ২১ মার্চ ২০২৫

সর্বশেষ

নি*ষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে গ্রেফতার ৮

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল থেকে সংগঠনের আট সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা-পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, ধানমন্ডি-৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা একটি মিছিল বের করার চেষ্টা করে।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন গলিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়।

এ সময় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারসহ (এসি) ধানমন্ডি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৭ মার্চ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মিছিল নিয়ে বের হয় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। সে সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে ৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

জনপ্রিয়