
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, একটি চক্র সুষ্ঠ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা এই চক্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ইফতার মাহফিলে জুলাই আন্দোলনে নিহত জবি ছাত্র ইকরামুল হক সাজিদ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত ছাত্র নেতানেতা, গুম ও নিহত হওয়া ছাত্র নেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।