
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে অংশ নেয়ার কেনো সুযোগ নেই। আওয়ামী লীগের নাম আদর্শ ও দলীয় প্রতীক সবকিছুই এখন অপ্রাসঙ্গিক। তাদের বিচার নিশ্চিত করতে হবে।
শুক্রবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বক্তারা বলেন, অন্তবর্তী সরকারের ছয় মাস অতিবাহিত হলেও গণহত্যাকারীদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তিনি বলেন এনসিপি এসব গণহত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।
নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিবেদনে স্বৈরাচার আওয়ামী লীগকে গণহত্যার জন্য দায়ী করেছে। অথচ তাদের বিচার এখনো হচ্ছে না। সারা দেশে ছাত্র-জনতাকে স্বৈরাচারদের বিচারের জন্য আবারো ঐক্যবদ্ধ হতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদস্য সচিব আকতার হোসেন, দুই মুখ্য সমন্বয়কসহ আরো অনেকে।