
পবিত্র ঈদুল ফিতরের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে বলেছে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
জরুরি এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকোর সম্মানিত প্রি-পেইড গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে অনুরোধ করা হচ্ছে।
যে কোন প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডেসকো।