ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মাঠ পর্যায়ের শিক্ষা প্রশাসনের প্রশিক্ষণ প্রয়োজন

মতামত

কাজী মো ওয়াজেদ উল্লাহ

প্রকাশিত: ০০:০০, ২৫ নভেম্বর ২০২৩

সর্বশেষ

মাঠ পর্যায়ের শিক্ষা প্রশাসনের প্রশিক্ষণ প্রয়োজন

চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খাইয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে ডিসেমিনেশন অব নিউ কারিকুলামের আওতায় জাতীয় শিক্ষাক্রম ২০২১ ও বিস্তরণ-২০২২ একদিকে যেমন যুগোপযোগী অন্যদিকে চ্যালেঞ্জও বটে।

আমি গতবছর উপজেলা ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার ছিলাম। যথারীতি এই বছর ও আবেদন করি। প্রথমে একবার তালিকায় নাম দেখলেও কোনো প্রকার প্রজ্ঞাপন ছাড়াই পরেরদিন জানতে পারি সহকারী প্রধান শিক্ষকদের উপজেলা প্রশিক্ষক থেকে এবার বাদ রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে জানতে খুব ইচ্ছা হয়, উপজেলা পর্যায়ে কোন ঘাটতির জন্য সহকারী প্রধান শিক্ষকগণ প্রশিক্ষক থেকে বঞ্চিত হল? আমার বিশ্বাস প্রতি বিষয়ে তিনজনের মধ্যে একজন সহকারী প্রধান শিক্ষক থাকলে প্রশিক্ষণ আরো গতি পেতো। 

সহকারী প্রধান শিক্ষক যতটুকু প্রশাসনের অংশ বাস্তবতা হল শ্রেণি কার্যক্রম তার চেয়ে বেশী। আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে পাঠদান করি। প্রশিক্ষণ ছাড়া আমরা কিভাবে বিভিন্ন সূচকের আলোকে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে পাঠদান ও মূল্যায়ন করব? তাহলে কি আমরা অস্টম ও নবম শ্রেণিতে প্রশিক্ষণ ছাড়াই শ্রেণিতে যাবো? আগামি ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। এই আগামি মাসে মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট তৈরী, বার্ষিক পরীক্ষার ফলাফল নির্বাচনী প্রশিক্ষণ নিয়ে শিক্ষকগণ খুব ব্যস্ত দিন কাটাবেন। জানুয়ারি থেকে নতুন শিক্ষাক্রমের আলোকে অষ্টম ও নবম শ্রেণিতে পাঠদান শুরু হবে। প্রশিক্ষণ ছাড়া একদিকে যেমন আমাদের পাঠদান ও মূল্যায়নে ব্যাঘাত সৃষ্টি হবে অন্যদিকে আমাদের বিভিন্ন শ্রেণীর কার্যক্রম তদারকিতেও কিছুটা ফারাক হবস্থানের তৈরী হবে।

আমি মনে করি স্বপ্নের এই কারিকুলাম বাস্তবায়নের জন্য সম্মানিত জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার,  প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের উর্ধতন কর্তৃপক্ষ কর্তৃক প্রশিক্ষণ অতীব জরুরী। বিশেষ করে সহকারী প্রধান শিক্ষকদের বিষয়ভিত্তিক এবং প্রশাসনিক উভয় প্রশিক্ষণ প্রয়োজন। উল্লেখিত ব্যক্তিবর্গকে বিশেষজ্ঞ কর্তৃক প্রশিক্ষণ ছাড়া সরকারের এই বিশাল কর্মযজ্ঞ পুরোপুরি বাস্তবায়ন সম্ভব না। এই প্রক্রিয়ায় প্রতিটি সূচক ও মূল্যায়ন সম্বন্ধে সুস্পষ্ট ধারণা খুবই জরুরি। প্রশিক্ষণ না পেলে বিদ্যালয় প্রশাসনের তদারকিতে বিঘ্ন ঘটতে পারে।

লেখক: কাজী মো ওয়াজেদ উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মনবাড়িয়া 

জনপ্রিয়