ঢাকা বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রসঙ্গ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সমস্যা

মতামত

মো. ইউসুফ আলী

প্রকাশিত: ০৭:০০, ৭ মে ২০২৫

সর্বশেষ

প্রসঙ্গ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সমস্যা

কালাম সাহেব সদ্য বিবাহিত। পেশায় তিনি একজন এমপিওভুক্ত শিক্ষক। আমরা সরকারি কর্মচারীর কাছে কন্যাদানে অতি উৎসাহী হলেও এমপিওভুক্ত শিক্ষকের বেলায় পিছুটান। কালাম সাহেবকে পাত্রী পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সামনে ঈদুল আজহা। ঈদুল ফিতর বেতন ও উৎসব ভাতা ছাড়া পালন করেছেন। নতুন বউয়ের নতুন ঈদ। বউকে ঈদের উপহার দিতে পারবেন কি না এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। গত ঈদুল ফিতরের আগে অধিকাংশ এমপিওভুক্ত শিক্ষকরা বেতন উত্তোলন করতে পারেননি। শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট দায়িত্বশীলেরা ব্যাপারটা কেমনভাবে দেখছেন? বেতন ভাতাদি ছাড়া শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে নিদারুণ কষ্টে রোজা পালন করেছেন এবং ঈদটাও করতে হয়েছে একরাশ দুঃখ আর বেদনা নিয়ে। আদৌ কী শিক্ষা উপদেষ্টা ব্যাপারটা নিয়ে ভেবেছেন?

শিক্ষকরা ঈদের আগে বেতন উৎসব ভাতা কেনো পেলেন না? যদি শিক্ষা উপদেষ্টা এ ব্যাপারে সংশ্লিষ্টদের জবাবদিহিতা করে থাকেন উনাকে সাধুবাদ। আর যদি না করে থাকেন তাহলে সামনে ঈদুল আজহার আগে শিক্ষকদের বেতন বোনাস না পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিক্ষক সমাজের কাছে শিক্ষা উপদেষ্টার ইমেজ সংকট দেখা দিবে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বের অবহেলা এবং গাফলতি অস্বীকার করা যাবে না। শিক্ষা উপদেষ্টাও এর দায় এড়াতে পারেন না। প্রায় সময়ই দেখা যায়, ব্যাংক কার্যদিবস একদিন হাতে রেখে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতাদি ছাড়া হয়। শেষ কার্যদিবসে ব্যাংকে ব্যাপক চাপ ও অর্থ সংকটের কারণে অধিকাংশ শিক্ষক  বেতন ভাতাদি উত্তোলন করতে পারেন না। প্রশ্ন হলো প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের এক-দুই সপ্তাহ আগে বেতন বোনাস দেয়া হলেও এমপিওভুক্ত শিক্ষকদের কেনো শেষ কার্যদিবসের জন্য ঝুলিয়ে রাখা হয়? শিক্ষক সমাজ মনে করেন শিক্ষকদের হয়রানি করা আমলাদের মানসিকতা। শিক্ষা উপদেষ্টা/শিক্ষামন্ত্রী সরিয়ে নতুন জন আসেন শিক্ষকরা নতুনভাবে আশায় বুক বাঁধেন এবার একটা কিছু হবে। কিন্তু আফসোস! দিনশেষে ফলাফল শূন্য। ব্যাপারটা এরকম-আশায় আশায় আশায়ন, কাক ডালে বসায়ন, শুধু ফাঁকায় আর ফোকায়ন। 
এতোদিন বলা হলো শিক্ষকদের তথ্য সঠিক না থাকায় বেতন ভাতাদি দিতে দেরি হয়েছে। এখন বলা হচ্ছে টেকনিক্যাল সমস্যা। টেকনিক্যাল সমস্যায় আটকে আছে লাখো শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা। এখনো এপ্রিল মাসের বেতন-ভাতাদির কাজ শুরুই করেনি আইবাস ডাবল প্লাস সফটওয়্যার। সূত্র-দৈনিক শিক্ষা। 

মে চলছে. এপ্রিলের বেতন ভাতাদির খবর নেই! মে মাসের বেতন-ভাতাদি ও ঈদ উৎসব ভাতার কাজ আইবাস ডাবল প্লাস সফটওয়্যার কখন করবে? এতে ঈদুল আজহার আগে বেতন-ভাতা না পাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা। শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। সবাই আনন্দে ঈদ করবে শুধু এমপিওভুক্ত শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে দুঃখ ভারাক্রান্তে ঈদ করবে এটা হতে পারে না। আর কোনো অজুহাত শিক্ষকরা শুনতে চান না। ঈদের কমপক্ষে এক সপ্তাহ আগে শিক্ষকদের বেতন-ভাতা পাওয়ার বিহীত ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষা উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষক সমাজ।

লেখক: শিক্ষক, দনারাম উচ্চ বিদ্যালয়, ফেঞ্চুগঞ্জ, সিলেট

(মতামতের জন্য সম্পাদক দায়ী নন)
 

জনপ্রিয়