ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শ্রেণিকক্ষে ডটমোক্রেসি পদ্ধতির প্রয়োগ

মতামত

খালিদ মোশারফ

প্রকাশিত: ২২:৫৬, ১০ মে ২০২৪

সর্বশেষ

শ্রেণিকক্ষে ডটমোক্রেসি পদ্ধতির প্রয়োগ

শ্রেণিকক্ষে সক্রিয় শিখনের পদ্ধতির মাধ্যমে শিশুদের শিখনকে কার্যকরা করা যায়। আধুনিক শিক্ষাবিজ্ঞানে সক্রিয় শিখন অত্যন্ত পরিচিত ও কার্যকরি পদ্ধতি। সক্রিয় শিখন পদ্ধতিতে শ্রেণিকক্ষে শিশুদের শিক্ষা গ্রহণের সময় সক্রিয় অংশগ্রহণ করা সুযোগ থাকে, মতামত দান ও কাজ করে শেখার সুযোগ থাকে। সক্রিয় শিখন পদ্ধতি বাস্তবায়নের অনেকগুলো টেকনিক আছে । যেমন, প্রশ্ন করে মতামত জানা, দলগত কাজ করতে দেয়া, স্নোবল, থ্রো দ্য বল ইত্যাদি। সক্রিয় শিখন পদ্ধতি বাস্তবায়নের একটি কার্যকরি উপায় হলো শ্রেণিকক্ষে ডটমোক্রেসি পদ্ধতি বা টেকনিক প্রয়োগ করা। ডটমোক্রেসি শব্দটি ডেমোক্রেসি শব্দটির থেকে এসেছে। ডট শব্দটির অর্থ বিন্দু। ক্রেসি শব্দটির অর্থ শাসন। ডটমোক্রেসি শব্দটির আরেকটি নাম ডট ভোটিং। এই পদ্ধতিটি মতামত যাচাই করার ক্ষেত্রে যেকোনো সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মতামত যাচাই করার জন্য এই পদ্ধতিটি অত্যন্ত আকর্ষণীয়। আমরা জানি শিশুরা আনন্দদায়ক পরিবেশে শিখতে পছন্দ করে । ডটমোক্রেসি পদ্ধতিটি অত্যন্ত ‍শিশুবান্ধব ও মজার।

এই পদ্ধতি প্রয়োগের পূর্বে শিক্ষার্থীদের ধারণা দিতে হবে। এই পদ্ধতির মাধ্যমে কোনো মতামত বা ধারণাকে মূল্যায়ন করা যায়। একটি শ্রেণিকক্ষে সবাই বিভিন্ন রকম মত দিতে পারে। কার ধারণা কতটা যুক্তিযুক্ত যাচাই করা যায় এই পদ্ধতির মাধ্যমে। শুরুতে বোর্ডে বা দেয়ালে অনেকগুলো অপশন বা ছবি দেয়া যেতে পারে। তারপর শিক্ষার্থীদের হাতে গোল ডোট স্টিকার দিতে হবে। ডট স্টিকারে ইচ্ছেমতো নম্বর দেয়া যেতে পারে। অথবা এমনটা বোঝানা যেতে পারে যে লাল ডোট চিহ্নিত স্টিকারগুলো পছন্দের অপশনে লাগাবে আর নীল ডোট চিহ্নিত স্টিকারগুলো অপছন্দের অপশনে লাগাবে। শিক্ষার্থীরা তাদের পছন্দমত পিকনেকে যাবার জায়গা নির্বাচনে ভোট দিতে বা শ্রেণিকক্ষে নেতা নির্বাচন করতে এই পদ্ধতিতে ভোট দিতে পারে। পরে শ্রেণি শিক্ষকের সহায়তায় কার মতামত কতটা গুরত্বপূর্ণ তা জানা যাবে।

লেখক: গবেষক

 

জনপ্রিয়