রংপুরে ছাগল চুরির অভিযোগে এক নারীকে তাঁর স্বামীসহ তুলে নিয়ে যান কয়েকজন যুবক। পরে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন হাজীরহাট থানা–পুলিশ।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন।
এর আগে গতকাল শনিবার রাত ৩টার নগরীর হাজিরহাট থানাধীন একটি এলাকায় এই ঘটনা ঘটে। এরপর আজ রোববার ভোরে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– রানা মিয়া, হাফিজুল ইসলাম, আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু মিয়া। গ্রেপ্তারকৃতদের বয়স ২২–২৫ বছরের মধ্যে।
পুলিশ কর্মকর্তা আবু মারুফ হোসেন জানান, ছাগল চুরির অভিযোগ তুলে ওই গৃহবধূকে নগরীর হাজিরহাট থানাধীন একটি এলাকা থেকে এক নারীকে তাঁর স্বামীসহ তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক। পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রেখে রানা ও হাফিজুলের নেতৃত্বে ওই গৃহবধূকে ধর্ষণ করেন আরও ছয় যুবক। ঘটনার পরপরই থানায় এসে অভিযোগ দেন ভুক্তভোগী নারী। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আরও জানান, এ ঘটনায় মেট্রোপলিটন হাজিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।