ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দোকানের বাকি পরিশোধ না করায় আ.লীগ নেতাকে গণপিটুনি

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৪, ১৯ মার্চ ২০২৫

সর্বশেষ

দোকানের বাকি পরিশোধ না করায় আ.লীগ নেতাকে গণপিটুনি

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় গো খাদ্য বাকি নিয়ে টাকা পরিশোধ না করায় এক আওয়ামী নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে চিরিরবন্দর স্টেশন রোড হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। পরবর্তীতে গভীর রাতে টাকা শোধ করে দোকানদারের কাছে ক্ষমা চেয়ে মুক্তি পান তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. অনিমেষ রায় গরুর খাদ্য বিক্রয়কারী দোকান আলম খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মোজ্জামেল হক আলমের কাছ থেকে প্রায় এক বছর আগে ২ হাজার ৬০০ টাকার গো খাদ্য বাকি নেন। এরপর আর টাকা পরিশোধ করেননি। গতকাল রাতে ওই আওয়ামী লীগ নেতা উক্ত দোকানের সামনে এলে তার কাছে পাওনা টাকা চান দোকানদার। তখন ওই আওয়ামী লীগ নেতা ‘কিসের টাকা পাও’ বলে দোকানদারকে মারধর শুরু করেন। এ সময় স্থানীয়রাসহ আশপাশের দোকান মালিকরা এগিয়ে এসে তাকে ধরে গণপিটুনি দেন এবং আটকে রাখেন। 

আলম খাদ্য ভান্ডারে স্বত্বাধিকারী মোজ্জামেল হক আলম বলেন, আওয়ামী লীগ নেতা এড. অনিমেষ এক বছর আগে আমার দোকান থেকে গো খাদ্য বাকি নিয়ে আর টাকা পরিশোধ করছিলেন না। অনেকবার টাকা চেয়েও ধরা দিচ্ছিল না। মঙ্গলবার দোকানের সামনে দেখা পেয়ে টাকা চাইলে, কিসের টাকা পান বলে আমার কলার ধরে গায়ে আঘাত করেন। পরে আমার সাথের দোকানদার ও স্থানীয়রা তাকে মারধর করে আটকে রাখে। 

স্থানীয় হামিদ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্দুল হামিদ বলেন, আমার দোকান থেকে সাবেক অর্থমন্ত্রীর প্রোগ্রামে কম্বল বিতরণের জন্য বাকিতে কম্বল নিয়ে টাকা পরিশোধ করেনি। তাই দোকানদাররা সামনে পেয়ে পিটুনি দিয়েছেন। 

চিরিরবন্দরের অনেক দোকানদার অভিযোগ করেন, তারাও টাকা পাবেন।

জনপ্রিয়