
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহীদের মিছিলে খবরে বাইতুল মোকাররমের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার দুপুরে নামাজের আগে থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীকে তল্লাশি করতে দেখা যায়। এ সময় কয়েকজন পতাকা বিক্রেতার কাছ থেকে হিজবুত তাওহীদের কালো পতাকা জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জানা গেছে, তিনটি আলাদা মিছিল শুরু হতে পারে নামাজের পরপরই। এমন খবরের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।