ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ২ মে ২০২৫

সর্বশেষ

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ কানাবারো লুকাস। ১১৬ বছর বয়সে বুধবার (৩০ এপ্রিল) মৃত্যু হয় ব্রাজিলিয়ান এই বৃদ্ধার। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দীর্ঘায়ু পর্যবেক্ষক সংস্থা লংজেভিকুয়েস্ট।

১৯০৮ খ্রিষ্টাব্দের ৮ জুন ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে জন্ম কানাবারোর। বয়সের কোটা ২০ বছর পার হতে না হতেই ক্যাথলিক সন্ন্যাসী হন তিনি। এর আগে বিশ্বের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তির খেতাব ছিল ১১৬ বছর বয়সী জাপানি নাগরিক তোমিকো ইতোকার কাছে।

এক শোকবার্তায় লংজেভিকোয়েস্ট জানায়, কানাবারো ছোটবেলায় রোগা ছিলেন। তিনি বেঁচে থাকতে পারবেন কিনা, তা নিয়ে ‘অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন’।

কানাবারোর দাবি, তার জন্মতারিখ ১৯০৮ খ্রিষ্টাব্দের ২৭ মে। তবে রেকর্ড অনুযায়ী তার নথিভুক্ত জন্মতারিখ ৮ জুন, ১৯০৮ বলে এএফপিকে জানিয়েছিলেন জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপের (জিআরজি) পরিচালক।

দীর্ঘায়ু পর্যবেক্ষণ করে এমন দুটি সংস্থার ডেটাবেস অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হলেন ইংল্যান্ডের সারেতে বসবাসকারী ১১৫ বছর বয়সী এথেল ক্যাটারহাম।

জনপ্রিয়