ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পাকিস্তানের আকাশসীমা বন্ধ, লোকসানে এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ২ মে ২০২৫

সর্বশেষ

পাকিস্তানের আকাশসীমা বন্ধ, লোকসানে এয়ার ইন্ডিয়া

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় ক্ষতির আশঙ্কায় ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। বিকল্প পথ ব্যবহার করলে বাড়বে ব্যয়। আগামী এক বছর এ অবস্থা চলতে থাকলে লোকসান ৬০ কোটি ডলার পর্যন্ত হওয়ার আশঙ্কা আছে।

এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদন ধরে তথ্য জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই ও সংবাদমাধ্যম আল জাজিরা।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে পেহেলগামে বন্দুধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। পরে পাকিস্তান প্রসঙ্গে একাধিক কঠোর সিদ্ধান্ত নেয় ভারত। পাল্টা হিসেবে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে আকাশসীমা বন্ধসহ একাধিক কঠোর সিদ্ধান্ত নেয়।

আকাশসীমা বন্ধের আগে উত্তর আমেরিকার দিকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সময় নিত ১৬ ঘণ্টা। বিকল্প পথে সময় লাগছে দেড় ঘণ্টা বেশি। ওই অতিরিক্ত সময়ের জন্য ২৯ লাখ রুপি ব্যয় করতে হয়। ইউরোপ যাওয়ার ফ্লাইট সময় নিত নয় ঘণ্টা। সেখানেও প্রায় দেড় ঘণ্টা অতিরিক্ত সময় লাগছে। এজন্য প্রায় সাড়ে ২২ লাখ রুপি বেশি খরচ হবে।

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে পশ্চিম এশিয়ার দেশগুলোতে যেতে ৪৫ মিনিট বেশি সময় লাগবে। এজন্য অতিরিক্ত খরচ হবে প্রায় পাঁচ লাখ রুপি।

ভারতের উত্তরাঞ্চলের শহরগুলো থেকে প্রতি সপ্তাহে আট শতাধিক ফ্লাইট উত্তর আমেরিকা, ইউরোপ, পশ্চিম এশিয়াসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে।

ভারতের নেওয়া কঠোর সিদ্ধান্তগুলোর একটি ছিল সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল করা। এতে পাকিস্তানের কৃষিখাত বেশ হুমকির মুখে পড়ে যায়। বিশেষ করে সিন্ধু নদের পাঁচটি শাখা নদীর ওপর দেশটির কৃষিখাত নির্ভরশীল। এদিকে পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বিপুল অংকের লোকসানের মুখোমুখি হয়ে গেল এয়ার ইন্ডিয়া।

জনপ্রিয়