ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কাশ্মীর হামলার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’!

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৭:২৪, ২ মে ২০২৫

সর্বশেষ

কাশ্মীর হামলার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’!

কাশ্মীর হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত-টেলিগ্রামে ‘ফাঁস হওয়া’ এক গোপন নথির উদ্ধৃতি দিয়ে চাঞ্চল্যকর এ দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। তবে ওই নথিটি আসল কি-না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

টেলিগ্রামে ‘ফাঁস হওয়া’ গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পেহেলগামের ওই ঘটনাটিকে ‘অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা’ বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেয়া হয়েছিল। 

পাকিস্তানের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘পাকিস্তান টাইমস’ এই খবর জানিয়েছে।

এতে আরো দাবি করা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’কে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে।

এদিকে দুই দেশের উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবারের ওই মহড়ায় সাঁজোয়া যান ও অত্যাধুনিক রণ সরঞ্জাম নিয়ে যুদ্ধ অনুশীলনে অংশ নেয় পাকিস্তানি সেনারা।

চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি জানান, ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেয়া হবে।

অন্যদিকে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, হামলার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করা হবে এবং কাউকেই ছাড় দেয়া হবে না।

টানটান এ পরিস্থিতিতে ভারতকে সংযত আচরণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এরআগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে সংকট নিরসনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এছাড়া নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ১০ দিনের জন্য সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতীয় বিমান হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। 

সূত্র : বাসস

জনপ্রিয়