পাবনা সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
গত শুক্রবার রাতে পাবনা-ঈশ্বরদী সড়কে উপজেলার মালিগাছার টেবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি কৃপাসিন্ধু বালা জানান।
নিহত ২০ বছর বয়সী রেদোয়ান ইসলাম রুপম পাবনা সদরের পৌর এলাকার গোপালপুর মহল্লার মৃত আব্দুল বাতেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
নিহত অপরজনের নাম অমিত হোসেন। রুপম ও অমিত একই স্কুলে পড়ালেখা করতেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিবারের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রুপম ও অমিত মোটরসাইকেলে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটি তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রুপমকে মৃত ঘোষণা করেন। অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে অমিতও মারা যান বলে জানায় পুলিশ।