
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে গতকাল রোববার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচি পালিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার। কর্মসূচিতে অন্যদের মধ্যে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট হামিদা বেগম, প্রচার সম্পাদক তাহমিনা ইসলাম, সদস্য এডভোকেট শংকরী সাহা, মনিকা দাস, মনোয়ারা জলি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক কর্তৃক একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজকে যৌন হয়রানি ও অশ্রাব্য গালিগালাজের তীব্র নিন্দা জানান এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কতৃপক্ষের নিকট দাবি জানান।
বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক ও কিশোরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলীর সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের রোভার শিক্ষক সালমা হক, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহীন সুলতানা ইতি, কিশোরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ মাহফুজা আরা পলক প্রমুখ।