ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বীর গেরিলা মুক্তিযোদ্ধা সম্মাননা পেলেন অধ্যাপক মাহফুজা খানম

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৪, ২৯ মার্চ ২০২৪

আপডেট: ২২:২৭, ২৯ মার্চ ২০২৪

সর্বশেষ

বীর গেরিলা মুক্তিযোদ্ধা সম্মাননা পেলেন অধ্যাপক মাহফুজা খানম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘বীর গেরিলা মুক্তিযোদ্ধা সম্মাননা’ পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম। শুক্রবার দুপুরে ছায়ানটে এ অনুষ্ঠানের আয়োজন করেছে সিপিবি’র ধানমন্ডি থানা কামিটি। এ সময় আরো ১৭ বীর মুক্তিযোদ্ধাকে এ সম্মাননা দেয়া হয়েছে। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম এবং পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামসুজ্জামান হিরা এ সম্মাননা ক্রেস্ট মনোনীত ব্যক্তিদের হাতে তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধানমন্ডি থানা সিপিবির সভাপতি শংকর আচার্য, সঞ্চলনা করেন থানা সিপিবির সাধারণ সম্পাদক মনিষা মজুমদার।

সম্মাননা প্রাপ্তরা হলেন- ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, দিল আফরোজ বেগম, খোদাদাদ আহম্মেদ, হাল্লানা বেগম, আব্দুল গনি, কমরেড আব্দুল মালেক, আবুল কালাম আজাদ, মো. আব্দুল্লাহ, খোন্দকার শওকত হোসেন জুলিয়াস, কমরেড জামাল হায়দার মুকুল, অধ্যাপক বদিউর রহমান, প্রোকৌশলী মোহম্মদ হিলাল উদ্দিন, মাহবুব জামান, কমরেড মোহাম্মদ ফরহাদ (মরণোত্তর), কমরেড মনি সিংহ (মরণোত্তর), প্রবীণ কমিউনিস্ট কমরেড একেএম আশরাফ হোসেন আশু, বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুজ্জামান, শাহ আলম।

এ সময় অধ্যাপক মাহফুজা খানম বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অবদান রয়েছে। আমরা ছোট থেকে সিপিবির বিভিন্ন প্রশিক্ষণ দেখে বড় হয়েছি। পরে সিপিবিতে যোগ দিয়ে তাদের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে সহায়তা করেছি।

জনপ্রিয়