ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি উপকূলের নারী শ্রমিকদের

দেশবার্তা

আমাদের বার্তা, সাতক্ষীরা

প্রকাশিত: ২২:৫৮, ১ মে ২০২৫

সর্বশেষ

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি উপকূলের নারী শ্রমিকদের

উপকূলীয় মানুষের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় দরিদ্র শ্রমজীবী জনগোষ্ঠির লোকজন। বৃহস্পতিবার উপজেলার বুড়িগোলিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে স্থানীয় জনগোষ্ঠী, সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকর সহযোগিতায় এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষাণী কৌশল্যা মুন্ডা। বক্তব্য দেন নারী শ্রমিক মাধবী রানী, কল্যাণী মুন্ডা, সবুজ সংহতি'র সদস্য দিলীপ মাঝি, যুব সংগঠক স ম ওসমান গনী, এসএসএসটির মাসুম বিল্লাহ, ওবায়দুল্লাহ আল মামুন, সবুজ বিল্লাহ, বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, মনিকা পাইক, বরষা রাণী, প্রতিমা চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় দিনমজুরের চাহিদা অনেক বেশি। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা স্থানীয় কাঁকড়ার খামার, মাছের ঘের, নির্মাণ কাজে, মাটিকাটা, গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার এবং কৃষিকাজ করে থাকেন। কাঁকড়ার খামারে আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়। অথচ মজুরি দেয়া হয় যৎসামান্য। সবক্ষেত্রেই ন্যায্য মজুরি বঞ্চিত হন তারা।

বুড়িগোয়ালিনী গ্রামের নারী শ্রমিক মাধবী রানী বলেন, পুরুষের সঙ্গে একই কাজ করেও আমরা অর্ধেক মজুরি পাই। হাড়ভাঙা পরিশ্রমের পরও যথাযথ মূল্যায়ন করা হয় না। অবস্থান কর্মসূচি শেষে উপস্থিত নারী-পুরুষের সমন্বয়ে সচেতনতামূলক পথনাটক ‘ঘামের দাম কোথায়’ প্রদর্শন করা হয়।

জনপ্রিয়