ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

যুক্তরাষ্ট্রে শনাক্ত ছাড়ালো ১০ কোটি, একদিনে বিশ্বে ১০৮৬ মৃত্যু

কোভিড

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১৭ নভেম্বর ২০২২

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে শনাক্ত ছাড়ালো ১০ কোটি, একদিনে বিশ্বে ১০৮৬ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৮৭৯ জন। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৩ লাখ ৩৮ হাজার ৬৭৫ জন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৬ লাখ ১৯ হাজার ৯৮৭ জন। এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ১৯৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২ কোটি ৯ লাখ ৭১ হাজার ৫১১ জন।

এদিকে, বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এসময়ে মারা গেছেন ২৫৪ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৬৬৬ জন। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১০ কোটি ৫৪ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ১ হাজার ৩৭০ জন। সেরে উঠেছেন ৯ কোটি ৭৬ লাখ ২ হাজার ৭৬২ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হিসাবে শীর্ষে জাপান। দেশটিতে নতুন করে ১ লাখ ৭ হাজার ১৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১১১ জন। এ নিয়ে জাপানে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৩৪ লাখ ২৬ হাজার ৭৯৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ৮২৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫ লাখ ৭৫ হাজার ৮৪৩ জন।

দৈনিক মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৬২ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৩০৬ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগী বেড়ে হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৫২ হাজার ৪৯০ জন। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯২ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পঞ্চম স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৮৯ জন। মারা গেছেন ৪১ জন। দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৭৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজার ৮১১ জন।

রাশিয়ায় একদিনে মারা গেছেন ৬৩ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৮০ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৪ হাজার ৩৪১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯১ হাজার ২১২ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৭১ জন, দক্ষিণ কোরিয়ায় ৪৭ জন, তাইওয়ানে ৬৯ জন, ইন্দোনেশিয়ায় ৫৪ জন, হাঙ্গেরিতে ৭৩ জন, অস্ট্রেলিয়ায় ১০ জন, পোল্যান্ডে ১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে বাংলাদেশে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩০ জনে। এসময়ে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জনপ্রিয়