ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩০ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

কলেজে ভর্তির দ্বিতীয় ধাপের ফল আজ রাতে

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

কলেজে ভর্তির দ্বিতীয় ধাপের ফল আজ রাতে

বিভিন্ন কলেজ-মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল আজ রাতে প্রকাশ করা হবে। রাত আটটায় শিক্ষার্থীরা ফল পাবেন। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন করতে পারেছেন। 

কলেজে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে জানানো হয়েছে, আজ শনিবার রাত আটটায় দ্বিতীয় ধাপের ফল ও প্রথম পর্যায়ের আবেদনের মাইগ্রেশন প্রকাশ করা হবে।

একাদশ শ্রেণিতে ভর্তিতে এবার মোট আসন ২৬ লাখ ৪ হাজার ৮৫৬টি। প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী নির্বাচনের পর বিভিন্ন কলেজ মাদারাসায় একাদশ শ্রেণিতে এখনও ১৩ লাখ ৪৩ হাজার ৫৯টি আসন ফাঁকা আছে। আবেদন করেও প্রথম ধাপে নির্বাচিত হননি এসএসসি উত্তীর্ণ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী। 

জানা গেছে, ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। এ সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফিয়ের ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৬ থেকে ৫ অক্টোবর পর্যন্ত।

দ্বিতীয় ধাপে কোনো শিক্ষার্থী কলেজ মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা তৃতীয় পর্যায়ে আবেদনের সুযোগ পাবেন। ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। 

জনপ্রিয়