
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইসিটি সেলের আয়োজনে প্রায় আড়াই কোটি টাকার সম্প্রসারিত নেটওয়ার্ক প্রকল্পের 'ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক' (ক্যান) ও 'Comilla University' নামক মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়াল ক্লাস রুমে বোতাম টিপে প্রকল্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা যায়, এ প্রকল্পের মোট বাজেট ছিলো দুই কোটি ৪৪ লাখ টাকা। এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে ১৪৬৫টি নোট ও ৯২টি রাউটার সংযোগ দেয়া হয়েছে। এছাড়া অ্যাপের কাজটি বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট নির্মাণের ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট গভর্ন্যান্স গড়ার ভিশন নিয়েছেন তারই অংশ হিসেবে আমরা এ প্রকল্পের উদ্বোধন করেছি। গবেষণা, থিসিসের কাজে এ হাই কোয়ালিটির উচ্চগতি সম্পন্ন নেটওয়ার্কটি সহযোগিতা করবে।'
তিনি আরো বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিএসটিতে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে, এপিএ র্যাংকিংয়ে দশম স্থানে আছে, আন্তর্জাতিক র্যাংকিংয়ে ৩৬৭ ধাপ এগিয়েছে। আমাদের হাই র্যাংকড জার্নালে গবেষণা প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে এখন ইনটিগ্রিটি আছে। গবেষণা, শিক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।'
উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, 'এখন থেকে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানের নিকট থেকে নেটওয়ার্ক সার্ভিস নিতে হবে না। এ প্রকল্পের জন্য আমাদের প্রায় আড়াই কোটি টাকা ব্যয় করতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে গড়ার লক্ষ্যে যেসব ভিশন নিয়েছেন, আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি।'