ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শাবিতে খেলার মাঠে দু’পক্ষের মা*রামা*রি

শিক্ষা

আমাদের বার্তা, শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

শাবিতে খেলার মাঠে দু’পক্ষের মা*রামা*রি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্তঃবিভাগ ভলিবল খেলার সময় স্লেজিংকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে সমাজবিজ্ঞান বিভাগ এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যকার খেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলের দিকে সমাজবিজ্ঞান এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যকার খেলা শুরু হয়। খেলার প্রথম থেকে উভয় দলের সমর্থকরা বিভিন্ন স্লোগান দিলেও শেষ দিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সমর্থকরা সমাজবিজ্ঞান বিভাগের খেলোয়াড়দের উদ্দেশ্য করে স্লেজিং করতে থাকে। এর এক পর্যায়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় জড়ায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এরপর উভয় পক্ষই মারামারিতে জড়ায়। পরে প্রক্টরিয়াল বডি এবং খেলা পরিচালনা কমিটির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ বিষয়ে সহকারী প্রক্টর মো. মিজানুর রহমান বলেন, খেলার মাঠে যারা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা বডির আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়